চট্টগ্রামের পটিয়ায় বাস ও মোটর সাইকেলের সংঘর্ষে দু’জন নিহত হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার মনসা বাদামতল এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
সংঘর্ষের ঘটনায় নিহত দু’জন হলেন: আব্দুল্লাহ আল মামুন (২২) এবং এমরান (১৬)। তারা বোয়ালখালী উপজেলার পশ্চিম গোমদণ্ডীর বাসিন্দা।
দুর্ঘটনার বিষয়ে পটিয়া হাইওয়ে থানার ওসি তৌফিকুল ইসলাম বলেন, বিকাল সাড়ে ৪টার দিকে শহরের দিকে আসা যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীতমুখী মোটর সাইকেলের সংঘর্ষ হয়। এই সংঘর্ষে দুই মোটর সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। তবে দুর্ঘটনার পর বাসটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছেন।