সর্বশেষ
Home » অন্যান্য » ময়মনসিংহের তারাকান্দায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ। নিহত ২ আহত অন্তত ১৫ জন

ময়মনসিংহের তারাকান্দায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ। নিহত ২ আহত অন্তত ১৫ জন

ময়মনসিংহের তারাকান্দায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে ময়মনসিংহ-তারাকান্দা সড়কের কোদালধর বাজারের রামচন্দ্রপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াজেদ আলী বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। তিনি জানান, দুর্ঘটনাকবলিত বাস দুটি সড়কের পাশে জমিতে উল্টে পড়ে আছে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস যৌথভাবে উদ্ধার কাজ করছে। এ ঘটনায় দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। বর্তমানে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) জাহাঙ্গীর আলম বলেন, দুই বাসের সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত ১০ থেকে ১৫ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাদের মধ্যে ছয়জনকে ভর্তি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *