সিলেট নগরীর দক্ষিণ সুরমায় হিটস্ট্রোকে এক রিকশা চালকের মৃত্যু হয়েছে। দুপুরে স্থানীয় পুলিশ বক্সের সামনে থেকে অজ্ঞান অবস্থায় ওই রিকশা চালককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
নিহত রিকশা চালকের নাম আবু হানিফ মিয়া। হবিগঞ্জের লাখাই উপজেলার শিবপুর গ্রামের মা. করম আলীর ছেলে তিনি।
দক্ষিণ সুরমা থানার ওসি ইয়ারদৌস হাসান জানিয়েছেন, দুপুরে আবু হানিফ মিয়া হঠাৎ অজ্ঞান হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তীব্র গরমের কারণে তার মৃত্যু হতে পারে বলে ধারনা করেন ওসি।