চট্টগ্রামের বোয়ালখালীতে ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে দুই যুবকের মৃত্যু হয়েছে। সোমবার সকালে উপজেলার শাকপুরা রায়খালী ব্রিজে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
বোয়ালখালী থানার এসআই নূর মোহাম্মদ বলেন, অটোরিকশাটি যাচ্ছিল শাকপুরার দিকে। বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলেই অটোরিকশার দুই আরোহীর মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
ময়নাতদন্তের জন্য দুজনের লাশ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।