সর্বশেষ
Home » বিশ্ব » লোকসভা নির্বাচন- দ্বিতীয় দফায় সবথেকে ধনী প্রার্থীর সম্পদ ৬২২ কোটি! গরিব প্রার্থীর ভাঁড়ারে ৫০০ টাকা

লোকসভা নির্বাচন- দ্বিতীয় দফায় সবথেকে ধনী প্রার্থীর সম্পদ ৬২২ কোটি! গরিব প্রার্থীর ভাঁড়ারে ৫০০ টাকা

লোকসভা ভোটের দ্বিতীয় পর্বে ৩৯০ জন কোটিপতি প্রার্থী রয়েছেন, যার মধ্যে সবচেয়ে ধনী হলেন কংগ্রেসের মান্ড্যার প্রার্থী ভেঙ্কটারমনে গৌড়া। তিনি স্টার চন্দ্রু নামেও পরিচিত। অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস (ADR) এর প্রার্থীদের হলফনামার বিশ্লেষণ অনুসারে গৌড়া নির্বাচনী হলফনামায় ৬২২ কোটি টাকার সম্পদ ঘোষণা করেছেন। হলফনামা অনুসারে, কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং এনডিএ মনোনীত এইচডি কুমারস্বামীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতাকারী ভেঙ্কটারমানে গৌড়া ২১২ কোটি টাকার স্থাবর সম্পদ এবং ৪১০ কোটি টাকার অস্থাবর সম্পদ ঘোষণা করেছেন। তার স্ত্রী, কুসুমার অস্থাবর সম্পত্তি রয়েছে মোট ১৮২.৩৩ কোটি টাকার, যার ১৭৬.৪৪কোটি টাকা গৌড়া পরিচালিত কোম্পানি স্টার ইনফ্রাটেক-এ বিনিয়োগ করা হয়েছে। কংগ্রেস সাংসদ ডি কে সুরেশ, যিনি বেঙ্গালুরু গ্রামীণ আসন থেকে লড়ছেন তিনি ৫৯৩ কোটি টাকার সম্পদের সাথে দ্বিতীয় ধনী প্রার্থী। সুরেশ ১০৬ কোটি টাকার অস্থাবর সম্পদ এবং ৪৮৬ কোটি টাকার অস্থাবর সম্পদ ঘোষণা করেছেন। ২০১৯ সালের নির্বাচনে, কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমারের ছোট ভাই সুরেশ কর্ণাটকের সবচেয়ে ধনী প্রার্থী ছিলেন। এডিআর অনুসারে, তৃতীয় ধনী প্রার্থী হলেন অভিনেতা-রাজনীতিবিদ হেমা মালিনী, যিনি মথুরা লোকসভা আসন থেকে এই নিয়ে তিনবার লড়ছেন। বিজেপি সাংসদ ২৭৮ কোটি টাকার সম্পদ ঘোষণা করেছেন।

অন্যদিকে, লোকসভা নির্বাচনের দ্বিতীয় পর্বে প্রতিদ্বন্দ্বিতাকারী দরিদ্রতম প্রার্থীর মোট সম্পদ রয়েছে মাত্র ৫০০ টাকা।
লক্ষ্মণ নাগোরাও পাটিল, একজন স্বতন্ত্র প্রার্থী, ৫০০ টাকার অস্থাবর সম্পদ ঘোষণা করেছেন এবং তার কোনো স্থাবর সম্পদ নেই। দ্বিতীয় দরিদ্র প্রার্থী, রাজেশ্বরী কেআর, কেরালার কাসারগোড থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং ১০০০ টাকার সম্পদ ঘোষণা করেছেন।অ্যাডভোকেট পৃথ্বিসম্রাট দীপবংশ তৃতীয়-দরিদ্র প্রার্থী এবং ১৪০০ টাকার সম্পদ ঘোষণা করেছেন। দীপবংশ মহারাষ্ট্রের অমরাবতী (এসসি) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তাছাড়া সম্পদ শূন্য ঘোষণা করেছেন এমন ছয়জন প্রার্থীও রয়েছেন দি দফায়।

সূত্র : ইন্ডিয়া টুডে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *