বছরের মাঝামাঝিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফরের প্রস্তুতি চূড়ান্ত করতে আগামী বৃহস্পতিবার ঢাকা সফর করবেন ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রা। এর আগে ২০ এপ্রিল তার ঢাকা সফরের কথা থাকলেও সেটা শেষ সময়ে স্থগিত করা হয়। ভারতের জাতীয় নির্বাচনের পরপরই পূর্ণ দ্বিপক্ষীয় সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি যাওয়ার অনানুষ্ঠানিক আলোচনা চলছে। ওই সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানাতেই ভারতের পররাষ্ট্র সচিবের ঢাকা সফর। সফরকালে সরকার প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি। তাছাড়া দুই দেশের পররাষ্ট্র সচিবের মধ্যে বৈঠক হবে, যেখানে চলমান বিভিন্ন ইস্যুতে আলোচনা হতে পারে।