টস হেরে আগে ব্যাটিং করতে নেমে ১৬৫ রান করেছে বাংলাদেশ। সর্বোচ্চ ৫৭ রান করেন তাওহীদ হৃদয়। এছাড়া ৪৪ রান আসে জাকের আলীর ব্যাট থেকে।
৯ ওভারে স্কোরবোর্ডে রান ৬০, নেই ৩ উইকেট
টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি বাংলাদেশের। পাওয়ার প্লের মধ্যেই ফিরে গেলেন লিটন কুমার দাস ও নাজমুল হোসেন শান্ত। এরপর ৯ম ওভারে ফেরেন তানজীদ হাসান তামিম। ৯ ওভারে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রগ ৬০ রান।
আউট হয়েই ছাড়লেন লিটন!
ইনিংসের চতুর্থ ওভার, বোলিংয়ে জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানি। প্রথম বলে স্কুপ করতে গেলেন লাগলো না, দ্বিতীয় বলেও একই শট খেলতে গিয়ে ব্যর্থ হলেন। তাতেও ক্ষান্ত হননি লিটন, পরের বলেও একই শট খেলতে গেলেন। এবারও ব্যাটে লাগলো না, তবে এবার বল আঘাত হানলো স্টাম্পে। অবস্থা এমন যেন আউট হওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছিলেন বাংলাদেশের এই ওপেনার।
তানভীর ও তানজীমকে নিয়ে টাইগার একাদশ, টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের টানা দুই ম্যাচে টস জিতে আগে ফিল্ডিং করেছে বাংলাদেশ।
এবার তৃতীয় ম্যাচে আজ টস হেরে আগে ব্যাটিং করবে জিম্বাবুয়ে। এই ম্যাচে দুই পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। শেখে মেহেদীর জায়গায় তানভীর ইসলাম ও শরিফুলের জায়গায় খেলছেন তানজীম হাসান সাকিব।
এর আগে প্রথম দুই ম্যাচ জিতে সিরিজে এগিয়ে আছে বাংলাদেশ। আজ জিতলেই দুই ম্যাচ হাতে রেখে সিরিজ জয় নিশ্চিত করে নাজমুল হোসেন শান্তর দল।
বাংলাদেশ একাদশ:
লিটন দাস, তানজীদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, তানজীম হাসান সাকিব ও মোহাম্মদ সাইফউদ্দিন।
জিম্বাবুয়ের একদাশ:
সিকান্দার রাজা (অধিনায়ক), ক্রেইগ আরভিন, জয়লর্ড গাম্বি, ব্রায়ান বেনেট, জনাথন ক্যাম্পবেল, ক্লাইভ মান্দান্ডে (উইকেটরক্ষক), লুক জংওয়ে, ওয়েলিংটন মাসাকাদজা, রায়ান বার্ল, ব্লেসিং মুজারাবানি ও ফারাজ আকরাম।