সর্বশেষ
Home » খেলা » ক্রিকেট » যে কারণে তাসকিন সহ অধিনায়ক

যে কারণে তাসকিন সহ অধিনায়ক

গতকালও তার বিশ্বকাপে খেলা নিয়েই শঙ্কা ছিল। বিশ্বকাপ শুরুর আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রস্তুতিমূলক সিরিজ খেলতে পারবেন না সেটা নিশ্চিত হয়ে গেছে। তবে আসন্ন বিশ্বকাপে তাকে সহ অধিনায়কের দায়িত্ব দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
চোটের সঙ্গে লড়াই করা একজন খেলোয়াড়কে এই দায়িত্ব দেওয়ার ব্যাখায় নির্বাচক প্যানেলের চেয়ারম্যান গাজী আশরাফ হোসেন লিপু বলেন, ‘তিনি আরেক প্রজন্মের উদীয়মান একজন খেলোয়াড়, আরেকটি বিভাগের নেতৃত্ব দিচ্ছে। দীর্ঘদিন ধরে জাতীয় দলে খেলছে বিভিন্ন সংস্করণে। সে জন্য তাকেই হয়তো প্রত্যাশিত প্রার্থী মনে হয়েছে।’
বিশ্বকাপে তাকে সুস্থ অবস্থায় পাওয়ার আশা নির্বাচকদের। লিপু বলেন, ‘যতটুকু তথ্য আছে, সেটা হলো বিশ্বকাপ চলাকালীন সময়ে সে সুস্থ হয়ে উঠবে। আপনারা জানেন যে এবারের নিয়ম হলো একজন চোটে থাকা ক্রিকেটারকেও দলে রেখে টুর্নামেন্টে ঢুকতে পারবেন এবং উনি যদি ভালো হয়ে ওঠেন, তাহলে ভালো। আর না হলে পরিবর্তন করা যাবে। তবে তাসকিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ খেলতে পারছে না।’
তিনি আরও বলেন, ‘যদি সে খেলতে না পারে, তাহলে বিসিবি তাদের নজরে আনবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। এই মুহূর্তে আমি পরিষ্কার উত্তর দিতে পারছি না।
যদি সে কোনো কারণে না খেলে, তবে তার পরিবর্তে অন্য কাউকে দেওয়া হবে। আশা করি, এমন কিছু না হোক।’ বিশ্বকাপ দলে ট্রাভেলিং রিজার্ভ হিসেবে রাখা হয়েছে হাসান মাহমুদকে। তাসকিন সুস্থ না হলে তার কপাল খুলে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *