সর্বশেষ
Home » অন্যান্য » শঙ্কায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সিরিজ

শঙ্কায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সিরিজ

শুক্রবার স্থানীয় সময় ভোরে যুক্তরাষ্ট্রের টেক্সাসের হিউস্টন শহরে পৌঁছায় বাংলাদেশ দল। এর আগে থেকেই শহরটিতে চলছিল ঘূর্ণিঝড় হারিকেন। এর প্রভাবে হওয়া ঝড়বৃষ্টিতে শহরে অনেক ক্ষয়ক্ষতিও হয়েছে। ইএসপিএন ক্রিকইনফোর যুক্তরাষ্ট্র প্রতিনিধি পিটার ডেলা পেনা জানান, যুক্তরাষ্ট্রের বিপক্ষে বাংলাদেশের আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের ভেন্যু প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্স মাঠের বেশির ভাগ স্থাপনা ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। আগামী ২১শে মে শুরু হওয়ার কথা বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের টি-টোয়েন্টি সিরিজ। তবে সিরিজটি মাঠে গড়ানো নিয়েই এখন শঙ্কা দেখা দিয়েছে। এ প্রসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ ডেলা পেনা লিখেছেন, ‘যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজ ২১শে মে শুরু হওয়ার কথা। কিন্তু হিউস্টনের ওপর দিয়ে গত বৃহস্পতিবার ঝড় বয়ে গেছে। প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে অস্থায়ীভাবে যেসব স্থাপনা বসানো হয়েছিল, তা ধ্বংস হয়ে গেছে।’ শুক্রবার ভোরে বাংলাদেশ দল যখন হিউস্টন বিমানবন্দরে অবতরণ করে, তখন মুষলধারে বৃষ্টি হচ্ছিল। সিএনএন জানিয়েছে, হারিকেনের প্রভাবে হওয়া ঝড়ে হিউস্টনে অন্তত ৪ জনের মৃত্যু হয়েছে, অনেক জায়গায় বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, কিছু জায়গায় বন্যার শঙ্কাও দেখা দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *