সর্বশেষ
Home » অন্যান্য » ইব্রাহিম রাইসির দাফন আজ

ইব্রাহিম রাইসির দাফন আজ

হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত হয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। আজ বৃহস্পতিবার দুপুরে তার জন্মস্থান মাশহাদে চিরনিদ্রায় শায়িত হবেন তিনি। ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা মেহর নিউজ জানিয়েছে, বৃহস্পতিবার সকাল থেকে দক্ষিণ খোরাসান প্রদেশের বিরজান্দ শহরে প্রেসিডেন্ট রাইসির নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ৭টায় ইব্রাহিম রাইসির মৃতদেহ বহনকারী ফ্লাইটটি দক্ষিণ খোরাসান প্রদেশের বিরজান্দ বিমানবন্দরে পৌঁছায়। এর আগে থেকেই জানাজাস্থলে হাজির হতে থাকেন হাজার হাজার মানুষ।

বিরজান্দের আজকের জানাজায় সিস্তান ও বেলুচেস্তান, সেমনান এবং ইয়াজদের মতো প্রদেশের মানুষও উপস্থিত রয়েছেন। এতে অংশ নিচ্ছেন ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আহমাদ ওয়াহিদি।

গত ১৯ মে আজারবাইজানের সীমান্তের কাছে দুটি বাঁধ উদ্বোধন করেন প্রেসিডেন্ট রাইসি। এরপর হেলিকপ্টারে ফেরার পথে ইরানের উত্তর-পশ্চিমের তাবরিজ প্রদেশের কাছে বিধ্বস্ত হয়ে রাইসি, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আমির আব্দুল্লাহিয়ান সহ আরও সাতজন নিহত হন। পরে সোমবার উদ্ধারকর্মী একটি দল সেখানে পৌঁছায় এবং নিহতদের মৃতদেহ উদ্ধার করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *