গাজায় লাশের মিছিল। দিনে দিনে তার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। ইসরাইলের ১০ মাসের হামলায় কমপক্ষে ৪০ হাজার ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বৃহস্পতিবার এ তথ্য দিয়েছে। তারা বলেছে, ২৪ ঘন্টায় সেখানে কমপক্ষে ৪০ জনকে হত্যা করা হয়েছে। ফলে ৭ই অক্টোবর থেকে গাজায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৪০,০০৫। এর অর্থ সেখানে বসবাসকারী প্রতি ৫৫ জনের মধ্যে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৯২,৪০১ জন। স্বাস্থ্য মন্ত্রণালয় এসব সংখ্যার মধ্যে কতজন যোদ্ধা আর কতজন বেসামরিক সাধারণ মানুষ তা আলাদাভাবে জানায়নি। তবে তারা বলেছে, নিহতদের বেশির ভাগই নারী ও শিশু।
গত মাসে ইসরাইল বলেছে, গাজায় তারা কমপক্ষে ১৪ হাজার যোদ্ধাকে হত্যা করেছে। এই সংখ্যা নিরপেক্ষভাবে যাচাই করতে পারেনি সিএনএন। ১০ মাসের যুদ্ধে গাজায় শুধু যে মানুষ মারা গেছেন এমন নয়। প্রতিদিন সেখানে দুর্ভোগের শিকার সাধারণ মানুষ। তারা অপুষ্টিতে ভুগছেন। খাবার নেই। পানি নেই। রোগজীবাণু ছড়িয়ে পড়ছে। হামাস প্রধান ইসমাইল হানিয়েকে ইরানের রাজধানী তেহরানে এবং হিজবুল্লাহর একজন কমান্ডারকে লেবাননে হত্যার পর বৃহস্পতিবার নতুন করে যুদ্ধবিরতির আলোচনা শুরু হওয়ার কথা। গাজায় ভয়াবহ এক হত্যাকাণ্ডের এক সপ্তাহের শেষের দিকে এই খবর পাওয়া গেল। শুধু শনিবার রাতে সেখানে একটি স্কুল এবং গাজা সিটিতে একটি মসজিদে হামলা চালিয়ে ইসরাইল হত্যা করেছে কমপক্ষে ৯৩ জনকে। সিএনএন’কে ইসরাইল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) নিশ্চিত করেছে যে, তারা এই হামলা চালিয়েছে। তাদের দাবি হামাসের একজন কমান্ডার সেখানে অবস্থান করছিলেন এমন খবরে হামলা চালানো হয়েছে। তারা আরও বলেছে, গাজায় সাধারণ মানুষের ক্ষয়ক্ষতি কম করার চেষ্টা করেছে তারা। কিন্তু হামাস সাধারণ মানুষকে মানবঢাল হিসেবে ব্যবহার করছে।