আগামীকাল বাংলাদেশ ক্রিকেটে বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের সভা হবে। তবে সেটা মিরপুরে নয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সভাকক্ষে। এই সভাতেই পদত্যাগপত্র পেশ করবেন সভাপতি নাজমুল হাসান পাপন। এরপরই নতুন সভাপতির নাম ঘোষণা করা হতে পারে।
গুঞ্জন আছে, বিসিবির নতুন সভাপতি হতে পারেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ফারুক আহমেদ। এর আগে গতকাল বিসিবির পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন জালাল ইউনুস। এনএসসি থেকেই তাকে পদত্যাগ করতে বলা হয়েছিল।
জালাল ইউনুসের শূন্য পদেই ফারুক আহমেদকে পরিচালক হিসেবে আনা হতে পারে। এরপর পরিচালনা পর্ষদের ভোটে সভাপতি নির্বাচন করা হবে।