দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও টাঙ্গাইলের কালিহাতির ৫ নেতাকে দলীয় পদ থেকে বহিষ্কার করেছে বিএনপি। বহিষ্কৃত ৫ নেতা হলেন- রূপগঞ্জ উপজেলা বিএনপি’র সহ-সভাপতি আলমগীর হোসেন, কাঞ্চন পৌর বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি দেওয়ান আবুল বাশার, রূপগঞ্জ উপজেলাধীন কায়েতপাড়া ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মোসলেম উদ্দীন মেম্বার ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, কালিহাতি উপজেলা বিএনপি’র মানবাধিকার বিষয়ক সম্পাদক মো. গিয়াস উদ্দিন। বৃহস্পতিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।