সর্বশেষ
Home » খেলা » এবার ভুটানের বিপক্ষে হারলো বাংলাদেশ

এবার ভুটানের বিপক্ষে হারলো বাংলাদেশ

প্রথম ম্যাচে শুরুর গোলে জিতেছিল বাংলাদেশ। শেষ ম্যাচে শেষের গোলে কপাল পুড়লো হাভিয়ের কাবরেরোর শিষ্যদের। নির্ধারিত সময়ের শেষ মিনিটের গোলে পাওয়া জয়ে দুই ম্যাচের সিরিজ ড্র করলো ভুটান।
আজ ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে ১-০ গোলে হেরেছে বাংলাদেশ। ভুটানের বিপক্ষে এটি বাংলাদেশের দ্বিতীয় হার। এর আগে ২০১৬ সালে এশিয়ান কাপ বাছাইয়ের প্লে অফে হারে বাংলাদেশ। ওই হারে লম্বা সময়ের জন্য আন্তর্জাতিক ফুটবলের বাইরে থাকতে হয় লাল-সবুজদের। ফিফা র‍্যাংকিংয়ে বাংলাদেশের (১৮৪) চেয়ে এগিয়ে আছে ভুটান (১৮২)। সিরিজ জিততে পারলে পরবর্তী র‍্যাংকিংয়ে উন্নতি হতো বাংলাদেশের যা আসন্ন এশিয়ান কাপ বাছাইয়ের ড্র-তে বাংলাদেশকে সুবিধাজনক জায়গায় রাখতো।

এদিন শুরুর একাদশে বাংলাদেশ দুই পরিবর্তন নিয়ে দ্বিতীয় ম্যাচ খেলতে নামে। ফরোয়ার্ড রাকিব হোসেন ইনজুরিতে। তার পরিবর্তে কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা শাহরিয়ার ইমনকে সুযোগ দেন।

আর ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষের জায়গায় ইসা ফয়সালকে এনেছেন। গত ম্যাচের মতো গতকালও শুরুর একাদশে জায়গা পাননি জামাল ভুঁইয়া। ৪-৩-৩ ফরমেশনের দলের অধিনায়ক করা হয় সোহেল রানাকে।
প্রথম ম্যাচে ৫ম মিনিটে গোল পায় বাংলাদেশ। তবে আজ প্রথমার্ধে গোলের সুযোগ সেভাবে তৈরি করতে পারেনি তারা। স্বাগতিক ভুটান এদিন প্রথমার্ধে খানিকটা গোছালো ফুটবল খেলার চেষ্টা করেছে। একটি সংঘবদ্ধ আক্রমণ ছাড়া বাংলাদেশের রক্ষণে তেমন ভীতিকর কিছু করতে পারেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *