সর্বশেষ
Home » আইন-আদালত » ঝিনাইদহ-১ আসনের সাবেক সংসদ সদস্য নায়েব আলী গ্রেপ্তার

ঝিনাইদহ-১ আসনের সাবেক সংসদ সদস্য নায়েব আলী গ্রেপ্তার

ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের সাবেক সংসদ সদস্য নায়েব আলী জোয়ার্দ্দারকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে জেলার আরাপপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‍্যাব। র‍্যাবের মিডিয়া উইং বিষয়টি নিশ্চিত করেছে।

র‍্যাব সূত্র জানায়, ‘গত ৪ আগস্ট ঝিনাইদহ সদর উপজেলায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় করা মামলায় নায়েব আলীকে গ্রেপ্তার করা হয়েছে।’

চলতি বছরের মার্চ মাসে ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাইয়ের মৃত্যুর পর আসনটি শূন্য হয়। এরপর আওয়ামী লীগের মনোনয়নে উপনির্বাচনে নায়েব আলী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *