সর্বশেষ
Home » বিনোদন » বলিউড » বর নূপুর ৮ কিলোমিটার জগিং করে এসে গেঞ্জি ও শর্টস পরে বিয়ে করেন

বর নূপুর ৮ কিলোমিটার জগিং করে এসে গেঞ্জি ও শর্টস পরে বিয়ে করেন

ফিটনেস কোচ নূপুর শিখরের সঙ্গে বিয়ে সারলেন আমির খানের কন্যা ইরা খান। বিভিন্ন দিক থেকে ব্যতিক্রমী ছিল এ বিয়ে। বর নূপুর ৮ কিলোমিটার জগিং করে এসে গেঞ্জি ও শর্টস পরে বিয়ে করেন। জানা গেছে, ফিটনেস কোচ শিখরের আগে থেকেই এভাবে বিয়ে করার ইচ্ছা ছিল। বিয়েতে উপস্থিত ছিলেন আমিরের দুই প্রাক্তন স্ত্রী রিনা দত্ত ও কিরণ রাও। দু’জনই ইরাকে আশীর্বাদ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *