যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া রাজ্যে পৌঁছেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তার জন্য এবারের সফরটি বেশ গুরুত্বপূর্ণ। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বিষয়ে নিজ দেশের পরিকল্পনা কী, সে বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে ইউক্রেনের চিন্তা-ভাবনা তুলে ধরবেন তিনি। এ খবর দিয়েছে ভয়েস অব আমেরিকা। এতে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিসের সাথে কিয়েভের পরিকল্পনা নিয়ে আলাপ করবেন ইউক্রেনের প্রেসিডেন্ট। এছাড়া এই সফরে আলাদা করে রিপাবলিকান দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী ডনাল্ড ট্রাম্পের সাথেও বৈঠক হওয়ার কথা রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে জেলেনস্কি নিজেই রোববার তার পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, আমরা যুক্তরাষ্ট্রে পৌঁছে গেছি। আমাদের সকল মিত্রের জন্য টেবিলে ইউক্রেনের বিজয়ের পরিকল্পনা থাকবে। তিনি বলেন, একটি বিশেষ সফরের জন্য তার যাত্রা পেনসিলভানিয়া থেকে শুরু করছেন। তবে এ সফরের বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। সেখান থেকে তিনি নিউইয়র্ক এবং ওয়াশিংটনে যাবেন। জেলেনস্কি পেনসিলভানিয়া যাওয়ার পথে প্লেন থেকে একটি ভিডিও বার্তায় বলেন, ইউক্রেন তার বিজয় পরিকল্পনা যুক্তরাষ্ট্রের কাছে পেশ করবে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টই প্রথম এই পরিকল্পনাটির পুরোটা দেখবেন। তারপর তিনি সেটা আমাদের মিত্র দেশের সকল নেতাদের কাছে পেশ করবেন। একই সাথে যুক্তরাষ্ট্রের কংগ্রেস এবং দুই প্রেসিডেন্সিয়াল পদ প্রার্থীর কাছেও ওই পরিকল্পনা পেশ করার কথা জানিয়েছেন জেলেনস্কি। তিনি আরও বলেন, এই শরতই বলে দেবে যুদ্ধে কী হতে যাচ্ছে। কেননা বর্তমান প্রজন্মের রাষ্ট্র নেতারা, যারা সব চেয়ে উঁচু পদে আছেন, তাদের ইতিহাস কীভাবে মূল্যায়ন করবে সেটাই এখন নির্ধারণ করা হচ্ছে। ধারনা করা হচ্ছে, পশ্চিমাদের দেয়া দূর-পাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার গভীরে আঘাত হানার অনুমতি নেয়ার জন্য জেলেন্সকি বাইডেনকে বোঝানোর চেষ্টা করবেন। জেলেন্সকির মতে, এই অনুমতি যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে।