সর্বশেষ
Home » অন্যান্য » গফরগাঁওয়ে ভোট কেন্দ্রে অগ্নিসংযোগ করেছে দুর্বত্তরা

গফরগাঁওয়ে ভোট কেন্দ্রে অগ্নিসংযোগ করেছে দুর্বত্তরা

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার একটি ভোটকেন্দ্রে আগুন দিয়েছে । শনিবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার পড়শী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। আগুনে বিদ্যালয়ের (ভোটকেন্দ্রের) চারটি কক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে।
পুলিশ ভোটকেন্দ্রের আনুমানিক ৫০ গজ দূর থেকে পেট্রোলের একটি খালি বোতল উদ্ধার করেছে। বিদ্যালয়টি ভোট কেন্দ্রে হিসেবে নির্ধারিত। এ কেন্দ্রের ৯টি বুথে নারী ও পুরুষসহ ৪ হাজার ৬৫৮টি ভোট রয়েছে।
পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, ভোরে বিদ্যালয়ের পিছনের জানাল দিয়ে পেট্রোল ঢেলে আগ্নিসংযোগ করা হয়। আধাপাকা এই বিদ্যালয় ভবনের চারটি কক্ষের উপরের টিনের চালা আগুনে পুড়ে গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
গফরগাঁও থানার ওসি (তদন্ত) আনোয়ার হোসেন জানান, জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে থানা পুলিশ ভোর ৫টার দিকে ঘটনাস্থলে যায়। র‌্যাব, বিজিবি, পুলিশ ও অন্যান্য আইন-শৃঙখলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ঘটনাস্থলে পরিদর্শন করেছেন। নির্বাচনবিরোধী নাশকতা মাথায় রেখে তদন্ত করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *