সর্বশেষ
Home » জাতীয় » বিডিআর বিদ্রোহ এবং প্রাসাদ ষড়যন্ত্র

বিডিআর বিদ্রোহ এবং প্রাসাদ ষড়যন্ত্র

মানুষ এমনও আছে/কলিজা ভুনা কইরা দিলে/কইব লবণ কম হইছে/বিশ্বাস কইরা যারে তুমি/ বুকে দিলা ঠাঁই/ নিজে না খাইয়া তুমি/তারে খাওয়াইলায়/দেখবা তুমি বুকে জড়াইয়া/পিছে ছুরি বসাইছে/ মানুষ এমনও আছে…।
 

প্রিয়, হাসু আপা
আপনার পলাতক জীবনের তিন মাস হতে চললো। এখন আর আপনার আজগুবি কথা প্রতিদিন শুনতে হয় না। দেশের মানুষ আজগুবি কথা, নিজে দোষ করে অন্যের উপর চাপিয়ে দেয়ার বাণী আর শুনতে হচ্ছে না। এতে মানুষের কান রিলিফ পেয়েছে। কানের যন্ত্রণাও নাকি অনেকের কমেছে। আর বিশেষ করে আপনার দলের নেতাকর্মীরা এখন আপনাকে নিয়ে কলিজা ভুনার গান গাইছে। ওই চরিত্রের সঙ্গে আপনাকে মিলাতে চাইছে। আরে চাইছে কি বলছি? আসলে ওরা মিলিয়ে ফেলেছে। আর বলছে কার জন্য এতদিন কাজ করলাম। কোন দল করলাম। যারা আমাদের মতো নেতাকর্মীদের গলায় ছুরি বসিয়ে নিজেদের প্রাণ বাঁচিয়েছে। 

আপাগো, আজকে এসব কথা বলতে বসিনি। আজ বলতে চাইছি আপনার প্রধান যে গুণ, নিজের দোষ অন্যের উপর চাপিয়ে দেয়া সেটা নিয়ে কিছু বলতে। তবে সব তো একসঙ্গে বলা যাবে না। কারণ একে তো আপনি পলাতক। অন্যদিকে নেতাকর্মীদের সঙ্গে ফোনে কথা বলতে বলতে মুখে ফেনা তুলছেন। আবার এসব টেলিকথা ফাঁস করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। এটা করে কি বুঝাতে চাইছেন মানুষ তা জানতে চায়। তবে প্রত্যেকেই এটার ভাবার্থ বুঝে। বুঝে বলেই এসবকে কেউ পাত্তা-টাত্তা দেয় না। বরং কেউ কেউ বলছে, আপনি ক্ষমতা হারিয়ে পাগল হয়ে গেছেন। যাকগে সেসব কথা- আপনি ২০০৮ সালের নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠ পেয়ে সরকার গঠন করেন। কিছু দিনের মধ্যেই ২০০৯ সালের ২৫শে ফেব্রুয়ারি প্রথম চালটি দিয়ে দিলেন বিডিআর বিদ্রোহের নামে। ৫৭ জন চৌকস আর্মি অফিসারকে খতম করে দিলেন। 

 

বিস্তারিত পড়ুন ‘জনতার চোখ’-এ

source: https://mzamin.com/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *