জাল ভোট দেয়ার অভিযোগে নরসিংদী-৪ (বেলাব-মনোহরদী) আসনের একটি ও মাদারীপুরের কালকিনির একটি কেন্দ্রের ভোট গ্রহণ বন্ধ করা হয়েছে। আজ সকালে দুটি কেন্দ্রের ভোটগ্রহণ বন্ধ করেন রিটার্নিং কর্মকর্তারা।
সকাল আটটার দিকে বেলাব উপজেলার সল্লাবাদ ইউনিয়নের ইব্রাহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১২টি ব্যালট বই ছিনিয়ে নিয়ে নৌকা প্রতীকে জাল ভোট দেন আসনটির নৌকা প্রতীকের প্রার্থী শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুনের ছেলে মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদী। এ ঘটনায় সকাল ৯টার দিকে কেন্দ্রটির ভোট গ্রহণ বাতিল করেন নরসিংদীর রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক বদিউল আলম।
এদিকে মাদারীপুর কালকিনির দক্ষিণ রমজানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে জোর করে ভোট দেয়ার অভিযোগে ওই কেন্দ্রের ভোটগ্রহণ বন্ধ রাখা হয়েছে। ব্যালট বাক্সগুলো নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হচ্ছে।
ওদিকে কুমিল্লা-৭ (চান্দিনা ও দেবীদ্বার) দুইটি ভোটকেন্দ্রে নৌকা প্রতীকে সিল মারা ব্যালট পাওয়া গেছে। রোববার সকাল আটটার সময় এ ঘটনা ঘটে। নৌকা প্রতীকে সিল মারা ব্যালটের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়।
রিটার্নিং কর্মকর্তা খন্দকার মু. মুশফিকুর রহমান বলেন, চান্দিনায় সিল মারা ব্যালট জব্দ করে বাতিল করা হয়েছে। একজন সহকারী প্রিসাইডিং কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। দেবীদ্বারের বিষয়টি খোঁজ নিয়ে দেখছি। কুমিল্লা-৭ আসনে আওয়ামী লীগের প্রার্থী প্রাণ গোপাল দত্তের লোকজন দোলাই নবাবপুর উচ্চবিদ্যালয় ও নাওতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ব্যালট পেপারে সিল মারে। এরপর সিল মারা ব্যালট ভোটারদের দেওয়া হয়।
বিষয়টি ভোটারদের নজরে সেই ভোট বাতিল করা হয়।