সর্বশেষ
Home » রাজনীতি » আওয়ামীলীগ » নৌকা প্রার্থী মোস্তাফিজের প্রার্থিতা বাতিলঃ চট্টগ্রাম-১৬

নৌকা প্রার্থী মোস্তাফিজের প্রার্থিতা বাতিলঃ চট্টগ্রাম-১৬

আচরণবিধি লঙ্ঘনের দায়ে চট্টগ্রাম-১৬ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান চৌধুরীর প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন। রোববার বিকাল ৪টায় এই তথ্য জানান ইসি সচিব মো. জাহাংগীর আলম।
তিনি বলেন, চট্টগ্রাম-১৬ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান চৌধুরীর প্রার্থিতা সর্বসম্মতিক্রমে কমিশন বাতিল করেছে। তার বিরূদ্ধে মামলা করা হয়েছিল। তিনি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে ভীতি প্রদর্শন করেছিলেন। সার্বিক বিষয় বিবেচনায় নিয়ে ৩টা ৪৫ মিনিটের দিকে তার প্রার্থিতা বাতিল করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *