সিলেটের কানাইঘাটে ত্রিমুখী সংঘর্ষে আহত ১৫, অভিযানে পুলিশ

    0
    2

    সিলেটের কানাইঘাটের সুরইঘাট বাজারে বিএনপির কর্মীদের সঙ্গে আওয়ামী লীগ ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষ হয়েছে। সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এ সময় পুলিশের এক সাব ইন্সপেক্টর সহ ১৫ জন আহত হয়েছেন।
    স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন- সন্ধ্যায় বিএনপি’র কর্মীরা হরতালের সমর্থনে সুরইঘাট বাজারে মিছিল বের করে। এ সময় টহলে থাকা পুলিশ সহ বাধা দিলে সংঘর্ষ বাধে। বিএনপি’র কর্মীদের ছুড়া ইটপাটকেলে সাব ইন্সপেক্টর সুরঞ্জিত কুমার আহত হন।
    এ ঘটনার পর আওয়ামী লীগ কর্মীরা এসে পুলিশের সঙ্গে যুক্ত হয়ে বিএনপি’র কর্মীদের ধাওয়া দেয়। এ সময়ও কয়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে কানাইঘাট সদর থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ ঘটনার পর থেকে পুলিশ অভিযানে রয়েছে।
    সংঘর্ষে গুরুতর আহত ছাত্রলীগের এক কর্মীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আরো কয়েকজনকে কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here