ঈদে আসছে সায়েরা রেজার ডুয়েট গান – ‘তোমার দেখা নাই’ । সহশিল্পী হিসেবে আছেন ভিনদেশী এক গায়ক, নাম তার অলি লুইস। নাইজেরিয়ান এ গায়ক, কোক স্টুডিও বাংলায় ১টি গানের মাধ্যমে বাংলাদেশী শ্রোতাদের কাছে বেশ পরিচিতি পান। সায়েরা রেজার কিন্নরী কণ্ঠে গাওয়া বাংলা লিরিকের সাথে অলি গেয়েছেন ইংরেজিতে। সজীব ভুঁইয়ার কথা আর জনপ্রিয় জেন জি কম্পোজার আদিব কবিরের সুর ও সঙ্গীতে করা এ গানটি দারুন ভালো লাগার। গানটি সম্পর্কে সায়েরা রেজা বলেন, এ গানটির দিকে তাকিয়ে আছি। কেন যেন মনে হচ্ছে এ গানটা শ্রোতাদের মনে লেগে যাবে।

সুফী, ফোক ও রক গানের জনপ্রিয় কণ্ঠশিল্পী সায়েরা রেজা। শ্রোতা মহলে প্রশংসিত সায়েরা তিন দশকের সংগীত ক্যারিয়ারে উপহার দিয়েছেন ‘সুখের অমিল’,‘এক নিমেষে’ ও ‘আরবান ফোকস’-এর মতো অ্যালবাম। ‘ধার ধারিনা’, ‘না না না তা হবে না’, ‘ওরে সোনা তুই আস্তে চল’ ও ‘আসাম যাবো’ গানগুলোর জন্য জনপ্রিয়তা পেয়েছেন তিনি। এটি হবে এ বছরে সায়েরা’র ২য় গান। গত মাসে প্রকাশিত হয় তার ১ম গান আলো দাও।

এফডিসি’র ফ্লোরে শুট করা গানটির রুচিশীল ১টি মিউজিক ভিডিও চাঁদরাতে প্রকাশিত হবে শিল্পীর অফিসিয়াল ইউটিউব চ্যানেল – ‘সায়েরা রেজা মিউজিক লাউঞ্জ’ এ। এ ছাড়া গানটির অডিও পাওয়া যাবে স্পটিফাই ও এপেল মিউজিকসহ সকল স্ট্রিমিং প্ল্যাটফর্মে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here