স্থানীয় সংবাদদাতা: ১১ এপ্রিল ২০২৫ তারিখে উত্তর ভাসানটেক ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে একটি জরুরী সভার আয়োজন করা হয়। উক্ত সভায় সোসাইটির সভাপতি মোঃ হোসেন আলী, সহ-সভাপতি মুন্সী মোঃ মুস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ জামাল উদ্দিন এবং কোষাধ্যক্ষ মোঃ আব্দুল হান্নান মিয়াসহ সোসাইটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

বর্ণিত সভায় সোসাইটির নিরাপত্তা, পানির পাম্প, রাস্তা সম্প্রসারণসহ সার্বিক বিষয়ে আলোচনা করা হয়। সার্বিক নিরাপত্তা জোরদারের লক্ষ্যে এলাকায় সিসিটিভি স্থাপন, নিরাপত্তা প্রহরী নিয়োগ, সোসাইটির প্রবেশ-দ্বারে গেইট নির্মাণসহ বিভিন্ন জরুরী বিষয়ে আলোচনা করা হয়। সোসাইটিতে বসবাসকারী সকলেই স্বতঃস্ফূর্তভাবে সভায় অংশগ্রহণ করেন। বাগান বিলাস টাওয়ার-৩ এর মাহবুব খান, হোম-৪৫ এর হামিদুর রহমান ও আফিজুল ইসলাম এবং ড্রীম গার্ডেন এর ফারুক হোসেন এলাকাবাসীর পক্ষে বিভিন্ন বিষয়ে মতামত প্রদান করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here