যেন নিজেকে দেখেই চমকে উঠলেন কিলিয়ান এমবাপ্পে। হুবহু তার মতো দেখতে ফ্রান্সের জার্সি গায়ে জড়ানো এক অবয়ব। কে বলবে জীবন্ত মানুষ না, এটা স্রেফ মোমের মূর্তি। এমবাপ্পে যেন নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলেন না। তাই তো বিস্ময়ের ঘোরেই ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকা বলে উঠলেন, ‘ওহ, ওয়াও…!’

লন্ডনের বিখ্যাত মাদাম তুসো জাদুঘরে বিখ্যাত ব্যক্তিদের মোমের মূর্তি স্থান পেয়ে থাকে। আর ক’দিন পর বিখ্যাত ব্যক্তিদের কাতারে ঠাঁই পাবে ফ্রান্সের মহাতারকা এমবাপ্পের মোমের মূর্তিও।

সম্প্রতি নিজের মূর্তি দেখতে ফরাসি তারকাকে আমন্ত্রণ জানানো হয়। নিজের মোমের মূর্তির সঙ্গে এমবাপ্পের ‘সাক্ষাতের’ সেই ভিডিও প্রকাশ করা হয়েছে জাদুঘরের পক্ষ থেকে।

ভিডিওতে দেখা যায়, নিজের মূর্তিটি দেখেই চমকে গেছেন এমবাপ্পে। মুখজোড়া হাসি নিয়ে মূর্তির মুখে হাত বুলিয়ে, গায়ে হাত দিয়ে ভালো করে দেখেন তিনি। খুব কাছ থেকে মূর্তির মুখে কিছুক্ষণ তাকিয়ে থেকে হাসিমুখে বলেন, ‘দ্যাটস মি…।’

রিয়াল মাদ্রিদের ফরাসি এই তারকা মুগ্ধ হয়ে বলতে থাকেন, ‘(ফ্রান্সের) নতুন জার্সি… এমনকি নতুন বুট…। এটাই আমি… দ্যাটস মি, অসাধারণ… হ্যান্ডসাম! ও মাই গড, আপনারা সবকিছুই দারুণভাবে করেছেন…পারফেক্ট… ইটস রিয়েলি রিয়েলি ফান…ইয়েস, দ্যাটস মি… নিখুঁতভাবে তৈরি করা হয়েছে।’

জানা গেছে, আগামী ২০ এপ্রিল ইস্টার সানডে থেকে ফরাসি তারকার মোমের মূর্তি প্রদর্শনী হবে মাদাম তুসোয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here