ঝিনাইদহের শৈলকুপায় মায়ের সহায়তায় ১২ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শনিবার বিকালে ভিকটিমের পিতা শৈলকুপা থানায় অভিযোগ দাখিল করেছেন। শৈলকুপা থানার ওসি মাসুম খান বিষয়টি নিশ্চিত করেছেন।
অভিযোগে জানা যায়, অভিযুক্ত মা তার ১২ বছর বয়সী শিশু কন্যাকে প্রধান আসামি ভগবাননগর গ্রামের রবির ছেলে শরিফুল ইসলাম শরীফ ও আসামি কৃষ্ণ কুমার মণ্ডলের ছেলে সন্ন্যাসী মণ্ডলের কাছে ইচ্ছার বিরুদ্ধে পাঠিয়ে দিতো। গত ৭ই মার্চ ভগবাননগর গ্রামে জোছনার মালিকানাধীন ভাড়া বাড়িতে শরীফ এসে তার স্ত্রীকে টাকার প্রলোভন দেখিয়ে নাবালিকা কন্যাকে ইচ্ছার বিরুদ্ধে পাশবিক নির্যাতন চালায়। এ ছাড়া, গত ৮ই মার্চ রাত ৯টার দিকে সন্ন্যাসী মণ্ডল কুলচারা গ্রামে তোজামের মালিকানাধীন ভাড়া বাড়িতে নিয়ে দ্বিতীয়বারের মতো ধর্ষণ করে। ঘটনার সময় তার স্ত্রী ঘরের বাইরে থেকে পাহারা দিতো। গত ১২ই মার্চ ঘটনাটি তার শিশুকন্যা তাকে জানালে স্ত্রীর সঙ্গে ঝগড়া ও কথা কাটাকাটি হয়। একপর্যায়ে অভিযুক্ত স্ত্রী রাগ করে অজ্ঞাত স্থানে চলে যায়। বর্তমানে তার কোন খোঁজ পাওয়া যাচ্ছে না।
এ বিষয়ে শৈলকুপা সার্কেলের সহকারী পুলিশ সুপার অমিত বর্মন শনিবার বিকালে জানান, এমন একটি অভিযোগ পাওয়া গেছে। ঘটনা তদন্তে থানার সেকেন্ড অফিসারকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ওসি মাসুম খান জানান, বিষয়টি একটু জটিল মনে হচ্ছে। তারপরও পুলিশ অভিযোগ গ্রহণ করা হয়েছে। সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।