সাভারে দাবিকৃত ৫ লাখ টাকা চাঁদা না দেয়ায় প্রকাশ্যে গুলি করে দু’টি ইঞ্জিনচালিত নৌকা লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গত বুধবার বিকালে সাভারের কাতলাপুর বংশী নদীর মিলনঘাট এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাটের ইজারাদার কামরুল ইসলাম বাদী হয়ে সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
প্রত্যক্ষদর্শী হেদায়েত উল্লাহ জানান, কয়েকদিন আগে একদল সন্ত্রাসী ঘাট ব্যবসায়ী কামরুলের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। কিন্তু ঘাট কর্তৃপক্ষ টাকা দিতে অস্বীকার করায় বুধবার বিকালে সন্ত্রাসী অন্তরের নেতৃত্বে ৮-১০ জনের একদল দুর্বৃত্ত কাতলাপুর এলাকার মিলনঘাটে এসে কয়েক রাউন্ড গুলি করে। পরে তারা ঘাটে থাকা ২টি ট্রলার লুট করে অস্ত্র উচিয়ে চলে যায়।

লিখিত অভিযোগে বাদী ঘাট ব্যবসায়ী কামরুল জানান, বেশ কিছুদিন ধরে পার্শ্ববর্তী ফুডনগর মোল্লাপাড়া এলাকায় অন্তর খান (২৬), মাহাবুল্লাহ খানের ছেলে মোর্শেদ খান (২৫), মোশারফ খান (২৮), হৃদয় (২৫) ও রনি খান (৪২) আমার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। তাদের দাবিকৃত চাঁদা না দেয়ায় বিকালে আরও ১০-১২ জন অজ্ঞাতনামা সন্ত্রাসী পিস্তল, চাপাতি, রামদা, নিয়ে কাতলাপুর কর্ণপাড়া মিলনঘাটে এসে আমাকে এলোপাতাড়ি মারধর করে। এ সময় আমার চিৎকারে ঘাটে উপস্থিত মাঝি খোকন ও আরমান আলী এগিয়ে আসলে সন্ত্রাসীরা তাদের মারধর করে ৮ লাখ টাকা মূল্যের দু’টি ট্রলার লুট করে নিয়ে যায়। বিষয়টি জানিয়ে আমি থানায় লিখিত অভিযোগ দিয়েছি। আমি এর সুষ্ঠু বিচার চাই। জানতে চাইলে সাভার মডেল থানার ওসি জুয়েল মিঞা জানান, গুলি করে ট্রলার লুটের ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here