সর্বশেষ
Home » শিক্ষা » কেরানীগঞ্জে ইস্পাহানী উচ্চ বিদ্যালয় পরীক্ষাকেন্দ্রে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

কেরানীগঞ্জে ইস্পাহানী উচ্চ বিদ্যালয় পরীক্ষাকেন্দ্রে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

কেরানীগঞ্জের ইস্পাহানী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মো. নাহিদ হোসেন (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল সকালে পরীক্ষা শুরুর ১৫ মিনিট পূর্বে (পৌনে ১০টায়) নাহিদ অসুস্থ হয়ে পড়লে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত নাহিদ উপজেলার কোনাখোলা গ্রামের আবুল কালাম আজাদের ছেলে। তার গ্রামের বাড়ি দিনাজপুর জেলার পার্বতীপুর থানায়, সে কোনাখোলা এলাকায় ভাড়া বাড়িতে থাকতো। নাহিদ হোসেন শাক্তা সরকারি উচ্চ বিদ্যালয়ের ব্যবসা বিভাগের (রোল-৫১২৩৬৪) শিক্ষার্থী ছিল বলে জানিয়েছেন শক্তা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল ওয়াদুদ ও প্রত্যক্ষদর্শী শান্তি বেগম জানান, নাহিদ পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হওয়ার পর সে মাথা ঘুরে পড়ে যায়। পরে পরীক্ষার্থী ও শিক্ষকদের চিৎকারে তার প্রতিবেশীরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নাহিদের সবজি বিক্রেতা পিতা আবুল কালাম আজাদ জানান, তার ছেলের ওপেন হার্ট সার্জারি করা ছিল, তাকে মাঝে মাঝে হাসপাতালে নেয়া লাগতো। পরীক্ষার হলে তার মা দিয়ে বাড়ি চলে আসছিল। পরে জানতে পারি আমার ছেলে মারা গেছে। কেরানীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোসা. কামরুন্নাহার জানান, জেনেছি সে পূর্ব থেকেই অসুস্থ ছিল কিন্তু তার পরিবার এটা কাউকে জানায়নি।
দেশে অসুস্থ-প্রতিবন্ধীদের এত সুযোগ-সুবিধা তারা মৌখিক বা লিখিত আবেদন করলেই সে সুবিধা নিতে পারতো।
এখানে প্রতিষ্ঠানের কোনো গাফলতি ছিল না। আমরা তার রুহের মাগফেরাত কামনা করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *