বিপিএলের চট্টগ্রাম পর্ব প্রায় শেষপর্যায়ে। এই পর্বেই ফয়সালা হয়ে যাবে দশ আসরে শেষ চারে যাচ্ছে কোন দল। এরইমধ্যে সমান ১৪ পয়েন্ট নিয়ে রংপুর রাইডার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স তাদের শেষ চারে খেলা নিশ্চিত করে ফেলেছে। সমান ১০ পয়েন্ট নিয়ে ফরচুন বরিশাল ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বাকি ম্যাচগুলোতে জয় দিয়ে শেষ চার নিশ্চিত করার অপেক্ষায়। তবে ৮ পয়েন্ট নিয়ে খুলনা টাইগার্স এখনো আশা ছাড়েনি কোয়ালিফায়ারে খেলার। তাদের বাকি ৩ ম্যাচে জিতলেই তারাও সেই রেসে এগিয়ে যাবে। সবার আগে আসর থেকে ছিটকে যাওয়া দুর্দান্ত ঢাকার বিপক্ষে আজ খুলনা মুখোমুখি হবে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। ম্যাচটি শুরু হবে আজ দুপুর দুইটায়। অন্যদিকে শক্তিশালী রংপুরের বিপক্ষে আজ মুখোমুখি হবে চ্যালেঞ্জার্সরা। জিতলে তারাও নিজেদের এগিয়ে নিবে কোয়ালিফায়ারের পথে এক ধাপ।
তবে আসরে সাকিব আল হাসানের দলের বিপক্ষে প্রথম দেখায় ৫৬ রানের ব্যবধানে হেরেছে। আজ সেই দলের বিপক্ষেই ঘুরে দাঁড়ানোর লড়াই। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭টায়। শেষ টানা দুই ম্যাচ হারা চট্টগ্রাম মরিয়া এই ম্যাচ জিতে আসরে টিকে থাকার লড়াইয়ে। দলের অন্যতম সেরা পেসার আল আমিন হোসেন বলেন, ‘আসলে টি-টোয়েন্টি ক্রিকেটে বড়-ছোট দল বলে কিছু নেই। যারা মাঠে ভালো করবে তারাই জিতবে। আমরা ৯ ম্যাচের ৫টিতে জিতেছি। শেষ দুটি ম্যাচে আমাদের হারের অন্যতম কারণ বাজে ফিল্ডিং। আশাকরি যে, ভুলগুলো হয়েছে সেখান থেকে বের হয়ে জয়ে ফিরবো।’ অন্যদিকে রংপুর রাইডার্সের হয়ে খেলা জিমি নিশামকে নিয়ে আগ্রহের কমতি নেই সংবাদ মাধ্যমের। দুনিয়া জুড়ে খেলে বেড়ান তিনি। বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজিটিতেই তার সতীর্থ সাকিব আল হাসান। অনেকদিন ধরেই চোখের সমস্যায় ভুগছেন এই অলরাউন্ডার। যদিও ব্যাট ও বল হাতে দুর্দান্ত পারফর্ম করেছেন সাকিব। সবশেষ ম্যাচেও ৩১ বলে ৬৯ রানের ইনিংস খেলেন। তার চোখে সমস্যা নিয়ে প্রশ্নে বৃহস্পতিবার জিমি নিশাম কিছুটা মজাই করেছেন। কিউই তারকার বিশ্বাস, চোখে না দেখলেও বল করতে হবে না সাকিবের। তিনি বলেন, ‘আমি জানি না। কয়েক দিন আগে তাকে দেখেছি, এটা হয়তো তাকে সাহায্যই করবে (হাসি)। আমার মনে হয়, এক চোখ তার জন্য কাজটা সহজই করে দেবে! সে অবশ্যই অবিশ্বাস্য ক্রিকেটার। সত্যি বলতে জানি না তার চোখে কী হচ্ছে। এখনই প্রথম তার কথা শুনলাম। সে যা করছে, সেটিই করে যেতে হবে। কারণ অবশ্যই কোনো কাজ করলে তার পারফরম্যান্স সহজ হয়ে যায়। হয়তো এমনকি চোখে নাও দেখে, তখনো বল করতে পারে, এজন্য তখনো ভালোই থাকবে।’ এবারের বিপিএলের শুরুর দিকে সাকিব চোখের সমস্যার জন্য ভালো কিছু করতে পারেননি। তবে যত সময় যাচ্ছে ততই দলের জন্য কার্যকরী একজন হয়ে উঠছেন সাকিব। বল হাতেও ৮ ম্যাচে নিয়েছেন ১৩ উইকেট। এনিয়ে নিশাম বলেন, ‘সে আমাদের জন্য অসাধারণ ছিল। তার থাকাটা দুজন থাকার মতো। সে অন্যতম সেরা ব্যাটার ও বোলার। তো এটা বড় সুবিধা আমাদের দলে থাকায়। আর সে গত কয়েক ম্যাচে আমাদের জন্য দারুণ পারফর্ম করছে। আশাকরি ফাইনাল অবধি এটা সে ধরে রাখতে পারবে।’ চোখে সমস্যা থাকলেও সাকিব শেষ ম্যাচ ব্যাট হাতে ৬৯ রানের ইনিংস খেলেছেন। তার মত একজন অলরাউন্ডার যেকোনো সময় জ্বলে উঠতে পারেন ব্যাট কিংবা বল হাতে।