সর্বশেষ
Home » খেলা » ক্রিকেট » রিয়াদ প্রসঙ্গে বিসিবি পরিচালক টিটু

রিয়াদ প্রসঙ্গে বিসিবি পরিচালক টিটু

এশিয়া কাপের দলে জায়গা পাননি মাহমুদুল্লাহ রিয়াদ। বিশ্বকাপেও তার খেলার সম্ভাবনা নেই বললেই চলে। সবমিলিয়ে বাংলাদেশ দলে এই অভিজ্ঞ ক্রিকেটারকে আর দেখা যাবে কিনা সে বিষয়ে রয়েছে অনিশ্চয়তা।এবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু রিয়াদ প্রসঙ্গে বললেন, যার শুরু আছে তার একটা সময় শেষও আছে।
তিনি বলেন, ‘ইতোমধ্যে রিয়াদের ব্যাপারে আমাদের চীফ সিলেক্টর বলেছেন। ক্রিকেট বোর্ড নিজেদের মতো কাজ করে, প্লেয়ারদের তৈরি করা থেকে শুরু করে তাদের খেলানো। জিরো লেভেল গ্রাউন্ড থেকে একদম টপ লেভেল পর্যন্ত যেভাবে একটা প্রসেসের মধ্যে চলে একটা বোর্ড, সে প্রসেসের ওপরই কিন্তু সমস্ত কিছু নির্ধারণ করা হয়। মাহমুদউল্লাহ রিয়াদের ক্ষেত্রে যা হয়েছে, এটা আসলে ওভাবে আলোচনায় আসার মতো কোনো বিষয় নয়। আমার কাছে মনে হয়, যার শুরু আছে তার একটা সময় শেষও আছে।’
টিটু আরও বলেন, ‘প্রত্যেক প্লেয়ারই একটা সময় ন্যাশনাল টিমে অন্তর্ভূক্ত হয়, আবার একটা সময় দল থেকে বাদ পড়ে। এটা একটা প্রসেসের মধ্য দিয়ে চলে। এটিও সেরকমই একটা অংশ। টিম ম্যানেজম্যান্ট যদি মনে করে বিশ্বকাপে একটা ব্যাকআপ প্লেয়ার দরকার; কেউ ইনজুরড হলে তার স্থলাভিষিক্ত করার জন্য যদি সেখানে রিয়াদকে রাখা দরকার, তখন হয়তো অবশ্যই রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *