এনটি বিডিঃ সংবিধান অনুযায়ী সংসদ ভেঙে দিয়ে পরবর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচনের উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে রাষ্ট্র সংস্কার আন্দোলন। সোমবার রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান কার্যালয়ে দলটির জাতীয় সমন্বয় কমিটির বর্ধিত সভায় এ আহ্বান জানানো হয়। সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বর্তমান অবৈধ তফসিল বাতিল করে এবং সংবিধানের ১২৩(৩)(খ) অনুযায়ী সংসদ ভেঙে দিয়ে পরবর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচনের উদ্যোগ নেয়ার আহ্বান জানানো হয়। পাশাপাশি সকল রাজনৈতিক দলের সঙ্গে আলোচনায় বসে নির্বাচন পরিচালনাসহ পরবর্তী পরিস্থিতি মোকাবেলার লক্ষ্যে ন্যূনতম সমঝোতার ভিত্তিতে ‘জাতীয় সমঝোতা সনদ’ গ্রহণ এবং পরবর্তী সংসদের প্রথম অধিবেশনে গৃহীত ‘জাতীয় সমঝোতা সনদ’র ভিত্তিতে সংবিধান সংস্কারের জন্য বিল পাশ করতেও আহ্বান জানানো হয়।
নেতৃবৃন্দ বলেন, দেশ আজ ভয়াবহ দুর্যোগের মুখে দাঁড়িয়েছে। বর্তমান অবৈধ সরকার তাদের আজ্ঞাবহ নির্বাচন কমিশনের মাধ্যমে আগামী ৭ই জানুয়ারি একটা ‘ডামি নির্বাচন’ করতে যাচ্ছে। এর মাধ্যমে তারা দেশকে স্থায়ীভাবে একটি নির্বাচনবিহীন দেশ বা রাষ্ট্রে পরিণত করার পাঁয়তারা করছে। তাদের এই হীন প্রচেষ্টা যদি সফল হয় এবং তারা যদি দেশ থেকে নির্বাচন ব্যবস্থা তুলে দিতে পারে তাহলে এদেশের নাগরিকরা প্রজায় পরিণত হবে। কারণ বর্তমান দুনিয়ায় যে রাষ্ট্রের জনগণের ভোটাধিকার আছে তারা নাগরিক আর যাদের নেই তারা প্রজা।
দেশকে ধাপে ধাপে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়ার এই ঘৃণ্য ষড়যন্ত্র রুখতে ৭ই জানুয়ারীর ডামি নির্বাচনকে প্রত্যাখ্যান করতে সভা থেকে দেশবাসীকে আহ্বান জানানো হয়। পাশাপাশি সকলে মিলে আসন্ন এই দুর্যোগ থেকে দেশ রক্ষায় দলমত নির্বিশেষে এগিয়ে আসারও আহ্বান জানানো হয়।
রাষ্ট্র সংস্কার আন্দোলনের জাতীয় সমন্বয় কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ মহিউদ্দিনের এবং ন্যায়পাল রায়হান কবীরের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন নির্বাহী কমিটির প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ূম, রাজনৈতিক সমন্বয়ক ফরিদুল হক, সাংগঠনিক সমন্বয়ক ইমরান ইমন, মিডিয়া ও প্রচার সমন্বয়ক সৈয়দ হাসিবউদ্দিন হোসেন, অর্থনৈতিক সমন্বয়ক দিদারুল ভুইয়া এবং নির্বাহী সদস্য প্রীতম দাশ প্রমুখ।