সর্বশেষ
Home » খেলা » ক্রিকেট » সব ধরণের ক্রিকেট থেকে নাসিরকে দুই বছরের জন্য নিষিদ্ধ করলো আইসিসি

সব ধরণের ক্রিকেট থেকে নাসিরকে দুই বছরের জন্য নিষিদ্ধ করলো আইসিসি

সব ধরণের ক্রিকেট থেকে বাংলাদেশি অলরাউন্ডার নাসির হোসেনকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।
আবুধাবির টি-টেন লীগে খেলতে গিয়ে দূর্নীতির অভিযোগ ওঠে নাসির হোসেনের বিরুদ্ধে। তদন্ত শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় ছয় মাস স্থগিত নিষেধাজ্ঞা সহ দুই বছরের এই নিষেধাজ্ঞা পেলেন তিনি।
গত সেপ্টেম্বরে টি-টেনের ২০২১ আসরে দুর্নীতিতে জড়িয়েছেন, আচরণবিধি ভঙ্গে করেছেন এমন আটজন ক্রিকেটার, কোচ ও ফ্র্যাঞ্চাইজি কর্মকর্তাদের তালিকা প্রকাশ করে আইসিসি। সেই তালিকায় নাসিরের নামও ছিল।
টি-টেন লীগে খেলা অবস্থায় একটি ৭৫০ ডলার মূল্যের (বাংলাদেশি টাকায় ৭৫ হাজার ৫০০) একটি গিফট পান নাসির। কিন্তু কে তাকে এই গিফট দিয়েছেন, কেন দিয়েছেন তদন্ত কর্মকর্তাকে সেটার সদুত্তর দিতে পারেননি তিনি। ম্যাচ পড়াপেটার জন্য তিনি কোনো প্রস্তাব পেয়েছেন কিনা সেটিও পরিস্কার করতে পারেননি। এছাড়া প্রস্তাব পেয়েও দুর্নীতি দমন ইউনিটের কাছে অভিযোগ না দেওয়ার অভিযোগও আনা হয় নাসিরের বিরুদ্ধে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *