সর্বশেষ
Home » খেলা » ক্রিকেট » অ্যালেনের ঝড়ে বৃথা বাবরের হ্যাটট্রিক ফিফটি, সিরিজ হার পাকিস্তানের

অ্যালেনের ঝড়ে বৃথা বাবরের হ্যাটট্রিক ফিফটি, সিরিজ হার পাকিস্তানের

টানা তিন ম্যাচে ফিফটি করলেন পাকিস্তানের বাবর আজম। আর তিন ম্যাচেই নিউজিল্যান্ডের বিপক্ষে হারলো পাকিস্তান। সর্বশেষ গতকাল সিরিজের তৃতীয় ফিফটিতে কিউই ব্যাটার ফিন অ্যালেনের তাণ্ডবে হারের হ্যাটট্রিক করে সফরকারীরা।

গতকাল ইউনিভার্সিটি ওভালে আগে ব্যাটিং করতে নেমে অ্যালেনের বিধ্বংসী সেঞ্চুরিতে ২০ ওভারে ২২৪ রান করে নিউজিল্যান্ড। ৬২ বলে ১৩৭ রানের ইনিংস খেলেন ২৪ বছর বয়সী কিউই ওপেনার। জবাবে বাবর আজমের টানা তৃতীয় ফিফটির পরও পাকিস্তান তুলতে পারে ১৭৯ রান।

প্রথম দুই ম্যাচের মতো এ দিনও টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান। ইনিংসের চতুর্থ ওভারে ডেভন কনওয়েকে হারায় কিউইরা। এরপরই ব্যাট হাতে ঝড় শুরু করেন অ্যালেন। প্রথম ওভারে স্রেফ ২ রান দেওয়া রউফকে পরের ওভারে পেয়ে তিনটি ছক্কা ও দুটি চার মারেন তিনি। পাওয়ার প্লের ওই শেষ ওভার থেকে আসে ২৮ রান।

২৬ বলে ফিফটি করার পর অ্যালেন আগ্রাসী হয়ে ওঠেন আরও। রউফের আরেক ওভারে মারেন তিনটি ছক্কা, মোহাম্মদ নাওয়াজের ওভারে দুটি।

আফ্রিদিকে চার ও ছক্কা মেরে মাত্র ৪৮ বলে পূর্ণ করেন ক্যারিয়ারের দ্বিতীয় আন্তর্জাতিক টি-টোয়েন্টি সেঞ্চুরি।

দ্বিতীয় উইকেটে টিম সাইফার্টের সঙ্গে অ্যালেনের জুটিতে মাত্র ৬১ বলে নিউজিল্যান্ডের স্কোরবোর্ডে জমা হয় ১২৫ রান। যেখানে সাইফার্টের অবদান ২৩ বলে ৩১। দলীয় ১৫২ রানে সেইফার্ট ফেরার পর আর কেউ শেষদিকে ঝড় তুলতে পারেননি।

এদিকে অ্যালেন তাণ্ডব ঠিকই চালিয়ে গেছেন। সেঞ্চুরির পর নাওয়াজকে টানা দুটি ছক্কা মারেন তিনি। তার ছক্কায় ম্যাচে অন্তত ৪টি বলও হারিয়েছে এদিন। জামান খানের করা ১৮তম ওভারে টি-টোয়েন্টিতে এক ইনিংসে সর্বোচ্চ ১৬ ছক্কার রেকর্ড স্পর্শ করেন অ্যালেন। তবে পরের বলে আউট হয়ে যাওয়ায় রেকর্ডটি নিজের করে নিতে পারেননি তিনি। শেষ পর্যন্ত ২০ ওভারে ২২৪ রানের পাহাড়সম পুঁজি পায় কিউইরা।

রান তাড়ায় ২৩ রানে সাইম আইয়ুবকে হারায় পাকিস্তান। মোহাম্মদ রিজওয়ান দুটি ছক্কা মারলেও ২০ বলে ২৪ রানের বেশি করতে পারেননি। তিন নম্বরে নামা বাবর আজম অবশ্য অন্যপ্রান্তে তার কাজ ঠিকই করে যান।

৮ চার ও ১ ছক্কায় ৩৭ বলে ৫৮ রান করেন বাবর। সিরিজের তিন ম্যাচের সবকটিতে ফিফটি করলেন তিনি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০১ ইনিংসেই এটা তার ৩৬তম ফিফটি। সেঞ্চুরি রয়েছে ৩টি।

শেষ দিকে নাওয়াজের ১৫ বলে ২৮ ও আফ্রিদির ১১ বলে ১৬ রানের ইনিংসে পাকিস্তানের হারের ব্যবধানই কেবল কমেছে। শুক্র ও রোববার ক্রাইস্টচার্চে মাঠে গড়াবে সিরিজের পরের দুই ম্যাচ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *