ইয়েলো সি অঞ্চলে একাধিক ক্রুজ মিসাইল নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী বুধবার এ খবর দিয়েছে। কোরিয়ান উপদ্বীপে সাম্প্রতিক সময়ে উত্তেজনা ক্রমশ বেড়েই চলেছে। দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র সামরিক মহড়া শুরুর পর থেকেই তীব্র প্রতিক্রিয়া জানিয়ে চলেছে উত্তর কোরিয়া।
আরটি জানিয়েছে, কয়েকদিন আগেই পানির নিচে পরমাণু অস্ত্রের পরীক্ষা চালিয়ে চাঞ্চল্য সৃষ্টি করেছিল উত্তর কোরিয়া। এবার পরীক্ষা চালানো হলো নতুন ক্রুজ মিসাইলের। সিউল জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে যাবে। উত্তর কোরিয়ার এমন কর্মকাণ্ডকে দেশটি ‘উস্কানি’ বলে আখ্যায়িত করেছে।
সামরিক মহড়ার অংশ হিসেবে সমুদ্রে গোলা নিক্ষেপ করেছে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া। এর প্রতিবাদ জানিয়েছে পিয়ংইয়ং। দেশটি বলছে, এই মহড়া আসলে যুদ্ধের প্রস্তুতি। তবে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা জানিয়েছে, এই মহড়া পুরোপুরি প্রতিরক্ষামূলক।
উল্টো তারা উত্তর কোরিয়াকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করার দায়ে অভিযুক্ত করেছে।