পাকিস্তানের নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলারের দেয়া বিবৃতি অনুযায়ী, পাকিস্তানের নির্বাচন হয়েছে মত প্রকাশের স্বাধীনতা, শান্তিপূর্ণ সভাসমাবেশে অযাচিত বিধিনিষেধের অধীনে। এ নিয়ে বিশ্বাসযোগ্য আন্তর্জাতিক ও স্থানীয় নির্বাচন পর্যবেক্ষকদের মূল্যায়নের সঙ্গে যুক্ত হয়েছে যুক্তরাষ্ট্র। ম্যাথিউ মিলার বলেন, আমরা নির্বাচনী সহিংসতা, মানবাধিকার ও মৌলিক মানবাধিকার চর্চায় বিধিনিষেধের নিন্দা জানাই। এর মধ্যে আছে মিডিয়াকর্মীদের ওপর হামলা। ইন্টারনেট ও টেলিযোগাযোগ সার্ভিসে বিধিনিষেধ। নির্বাচনে হস্তক্ষেপ বা জালিয়াতির অভিযোগ পূর্ণাঙ্গভাবে তদন্ত করতে হবে। এতে আরও বলা হয়, পাকিস্তানে যে রাজনৈতিক দলই ক্ষমতায় আসুক না কেন, পরবর্তী সরকারের সঙ্গে অভিন্ন স্বার্থকে সামনে এগিয়ে নিতে কাজ করার জন্য প্রস্তুত যুক্তরাষ্ট্র।