বিনিয়োগে নীতি সহায়তা বিষয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মসিউর রহমানের সাথে সেন্টার ফর এনআরবি প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনষ্ঠিত হয়।
প্রবাসী বাংলাদেশীদের বিনিয়োগে নীতি সহায়তা প্রদান, বিনিয়োগ ও বিনিয়োগকারীদের নিরাপত্তা নিশ্চিত করা ও বন্ডে বিনিয়োগের সিলিং পুনর্মূল্যায়ন, পুনঃবিনিয়োগের সুযোগ অব্যাহত রাখা, শেয়ার বাজারে প্রবাসীদের বিনিয়োগ, ট্যাক্স প্রদান, এনআইডি কার্ড প্রাপ্তি সহজকরন ও এনআরবি সেন্টারের “ব্রান্ডিং বাংলাদেশ” কাযর্ক্রম এর বিষয় নিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে এনআরবি’র প্রতিনিধিরা আলোচনা করেন।
সেন্টার ফর এনআরবির চেয়ারপার্সন এম এস সেকিল চৌধুরীর নেতৃত্বে এই সভায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল হালিম চৌধুরী, ইন্জিনিয়ার এম এ রাজ্জাক, আওরঙ্গজেব চৌধুরী ও মোঃ মাশিহুজ্জামান সেরনিয়াবত প্রমুখ নেতৃবৃন্দ।
ডঃ মশিউর রহমান বিষয়গুলো গুরুত্বের সাথে বিবেচনার আশ্বাস দেন।
এ সময় প্রতিনিধিদল প্রবাসে এনআরবি সম্মেলনসমূহে যোগ দিয়ে প্রবাসীদের অধিকহারে বিনিয়োগ ও রেমিটেন্স প্রেরণে উৎসাহিত করার জন্য সরকারের উচ্চপর্যায়ের ব্যক্তিদের আহ্বান জানান ।