ভিক্ষে করেই কোটিপতি! মাত্র ৪৫ দিনে আড়াই লাখ টাকা রোজগার! না, কোনও গল্প কথা নয়। মধ্যপ্রদেশের ইনদওরের এক মহিলা ভিক্ষা করে এই টাকা রোজগার করেছেন। প্রতিদিন লবকুশ মোড়ে ভিক্ষা করতে আসেন ওই মহিলা। তবে মহাবিপাকে পড়েছেন তিনি। এখন ওই ভিখারির বিরুদ্ধে জেজে আইনের গুরুতর ধারায় মামলা দায়ের হতে চলেছে। আর তাঁর ভিক্ষা করার কথা জানিয়েছেন তাঁর মেয়েই।
সম্প্রতি ‘ভিখারিমুক্ত’ ইনদওর গড়ে তোলার কথা ঘোষণা করেছে প্রশাসন। তারপরেই অভিযানে নামে পুলিশ। পাঁচ দিন আগে কালেক্টর আশিস সিংয়ের নির্দেশে শুরু হয় অভিযান। তখনই শিশু-সহ ধরা পড়েন রূপালি জৈন ইন্দিরা নামের এক মহিলা। জিজ্ঞাসাবাদে তিনি বলেন, ‘‘আমি শুধু ভিক্ষে করি, চুরি করি না।’’ পাশাপাশি তিনি মাত্র ৪৫ দিনে আড়াই লক্ষ টাকা রোজগার করেছেন বলেও জানান পুলিশকে।