সর্বশেষ
Home » অন্যান্য » আজ পবিত্র শবেবরাত

আজ পবিত্র শবেবরাত

পবিত্র শবেবরাত আজ। ১৪ই শাবানের দিবাগত রাতকে শবেবরাত বা সৌভাগ্য রজনী হিসেবে মনে করেন ধর্মপ্রাণ মুসলমানরা। এ রাতে মহান আল্লাহ্‌র সন্তুষ্টি লাভের আশায় সারা বিশ্বের মুসলমানরা ইবাদত-বন্দেগিতে সময় কাটান। নফল নামাজ, কোরআন তিলাওয়াত, জিকির ও ধর্মীয় আলোচনার মাধ্যমে অতীতের পাপ ও অন্যায়ের জন্য ক্ষমা প্রার্থনা এবং ভবিষ্যৎ জীবনের কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত করেন ধর্মপ্রাণ মুসলমানরা।

পবিত্র শবেবরাত উপলক্ষে প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণী দিয়েছেন। 
পবিত্র শবেবরাত মুসলমানদের কাছে পবিত্র রমজানের আগমনী বার্তাও নিয়ে আসে। শাবান মাসের পরে আসে পবিত্র রমজান মাস। তাই শবেবরাত থেকেই কার্যত রমজানের প্রস্তুতি শুরু হয়ে যায়। বরাবরের মতো এবারও পবিত্র শবেবরাত উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত ওয়াজ, দোয়া মাহফিল, পবিত্র কোরআন তিলাওয়াত, হাম্‌দ-নাতসহ ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *