পবিত্র রমজান মাসের আগমনী বার্তায় লন্ডন শহরকে সাজানো হয়েছে অপরূপ সাজে। পূর্বলন্ডনে দেখা গেছে সাজসজ্জার নজরকাড়া দৃশ্য। বিশেষ করে ব্রিকলেনের রাস্তায় পবিত্র রমজানকে স্বাগত জানিয়ে সাজ সজ্জা নজর কেড়েছে পথচারীদের। জানা গেছে টাওয়ার হ্যামলেটস্ কাউন্সিলের পক্ষ থেকে এসব আয়োজন করা হয়েছে। এই আয়োজন করায় টাওয়ার হ্যামলেটস্ কাউন্সিলের মুসলিম কমিউনিটি ধন্যবাদ জানিয়েছেন আয়োজকদের। এলাকার মুসলমানরা বলছেন পবিত্র রমজান মাসকে সামনে রেখে এরকম আয়োজন করায় তারা মুগ্ধ।