সর্বশেষ
Home » অন্যান্য » জালিয়াতির নির্বাচনের পর দেশে শ্রীলংকার মতো পরিস্থিতি সৃষ্টি হবে: ইমরান খান

জালিয়াতির নির্বাচনের পর দেশে শ্রীলংকার মতো পরিস্থিতি সৃষ্টি হবে: ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ‘জালিয়াতির নির্বাচনের’ পর দেশে শ্রীলংকার মতো পরিস্থিতি সৃষ্টি হবে বলে মনে করছেন। এই জালিয়াতির নির্বাচনের বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদ বিক্ষোভ এবং সুপ্রিম কোর্টে আইনি লড়াই অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন। বলেছেন, শাসকগোষ্ঠীর সঙ্গে কোনো চুক্তির জন্য তার দল আলোচনা করছে না। একই সঙ্গে আসন্ন সিনেট নির্বাচনে প্রার্থী কেনাবেচা হবে বলেও তিনি পূর্বাভাস দিয়েছেন। এ খবর দিয়েছে অনলাইন জিও নিউজ।

ইমরান খান বলেছেন, ৮ই ফেব্রুয়ারি প্রতিশোধ নিয়েছেন ভোটাররা। কিন্তু তার ফল উল্টে দেয়া হয়েছে।
এতে বলা হয়, আরও একবার ২০২৪ সালে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের কড়া সমালোচনা করলেন পাকিস্তান তেহরিকে ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান। তিনি বলেছেন, নির্বাচনে মানুষের ম্যান্ডেটকে চুরি করে তাদের আশাকে হতাশায় পরিণত করা হয়েছে। তিনি বলেন, আমার সব পূর্বাভাস সত্য প্রমাণিত হয়েছে। রাওয়ালপিন্ডিতে আদিয়ালা জেলে সাংবাদিকদের সঙ্গে অনানুষ্ঠানিক আলাপের সময় তিনি এসব মন্তব্য করেন। তিনি বলেন, পাকিস্তানে প্রতিটি বিষয় এখন মিথ্যার ওপর চলছে।

নির্বাচন ছিল একটি মিথ্যা। নিরাপত্তা হুমকিও একটি মিথ্যা কথা।
ক্রিকেটার থেকে রাজনীতিতে আসা ইমরান খান আরও বলেন, ইচ্ছা করে ২০২৪ সালের নির্বাচন থেকে দূরে থেকেছে পিটিআই।
২০২২ সালের এপ্রিলে পার্লামেন্টে অনাস্থা ভোটের মাধ্যমে ক্ষমতাচ্যুত করা হয় সাবেক এই প্রধানমন্ত্রীকে। তিনি বলেন, নির্বাচনের দিন ভোটাররা তাদের পরিবর্তনের বাসনায় ভোট দিয়ে প্রতিশোধ নিয়েছেন। কিন্তু তা বদলে দেয়া হয়েছে। আগামী ২রা এপ্রিল পাকিস্তানে সিনেট নির্বাচন। এতেও প্রার্থী কেনাবেচা হবে বলে তিনি মনে করেন। অভিযোগ করেন, তার সঙ্গে আইনজীবিদের সাক্ষাৎ করতে দেয়া হচ্ছে না। উল্লেখ্য, পাকিস্তান যখন আর্থিক চরম অস্থিরতা সামাল দেয়ার জন্য আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফের দ্বারস্থ হয়েছে, তখন পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান বলেন, নতুন করে মুদ্রাস্ফীতি দেখা দিলে জনগণ রাস্তায় নামবে।

একই দিনে পিটিআইয়ের বর্তমান চেয়ারম্যান গওহর আলি খান দলীয় প্রধানের সঙ্গে সাক্ষাৎ করতে আদিয়ালা জেলে উপস্থিত হন। ইমরান খানের বিরুদ্ধে ১৯ কোটি পাউন্ডের কেলেঙ্কারি নিয়ে শুনানি বিষয়ে ব্যারিস্টার গওহর সাংবাদিকদের বলেন, দলীয় প্রধানের সঙ্গে সাক্ষাতের জন্য তিনি আগেই আনুষ্ঠানিকভাবে আবেদন করেছিলেন। তবে জেলের ভিতরে বন্দির সঙ্গে সাক্ষাতের বিষয়ে নিষেধাজ্ঞা ছিল। তাই তিনি তার সঙ্গে জেলের বাইরে সাক্ষাৎ করেছেন। তিনি আরও জানান, আসন্ন সিনেট নির্বাচনে প্রার্থী দেয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি পিটিআই। এসব বিষয় নিয়ে তিনি ইমরান খানের সঙ্গে আলোচনা করেছেন। এ সময়ে কিছু প্রার্থীর নাম চূড়ান্ত করা হয়েছে। বর্তমান সরকারের সমালোচনা করে ব্যারিস্টার গওহর বলেন, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের কিছু ব্যক্তিকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় অঙ্গীভূত করা হয়েছে।

পিটিআই চেয়ারম্যান বলেন, তারা আলোচনায় বিশ্বাস করেন। কিন্তু তার দলের এমপিদেরকে পার্লামেন্টে কথা বলার জন্য পর্যাপ্ত সুযোগ দেয়া হয় না। তিনি আরও বলেন, বর্তমান সরকারের দেশ শাসন করার কোনোই নৈতিক ভিত্তি নেই। উপরন্তু পিটিআইয়ের কেন্দ্রীয় নেতা ওমর আইয়ুব খান, শের আফজাল মারওয়াত, শওকত বসরা সহ আইনজীবীরা ইসলামাবাদ হাই কোর্টের বাইরে প্রতিবাদ বিক্ষোভ করেছেন। সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে তারা এগিয়ে যান পার্লামেন্ট হাউসের দিকে। তবে তাদেরকে পার্লামেন্ট হাউসে প্রবেশে বাধা দেয়া হয়। পরে শুধু এমপিদেরকে পার্লামেন্টে প্রবেশ করতে দেয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *