সর্বশেষ
Home » খেলা » কবে মাঠে ফিরবেন মেসি?

কবে মাঠে ফিরবেন মেসি?

হ্যামস্ট্রিং ইনজুরিতে ভুগছেন লিওনেল মেসি। চোটের কারণে চলতি মাসের অর্ধেক সময় দর্শক হিসেবেই কেটেছে আর্জেন্টাইন সুপারস্টারের। আগামীকাল মেজর লীগ সকারের (এমএলএস) ম্যাচে নিউইয়র্ক সিটির বিপক্ষেও নেই তিনি। ভক্ত-সমর্থকদের প্রশ্ন, চোট সারিয়ে কবে মাঠে ফিরবেন লিও? সেই উত্তর দিয়েছেন ইন্টার মায়ামির সহকারী কোচ জাভিয়ের মোরালেস।

গত ১৪ই মার্চ কনকাকাফ চ্যাম্পিয়নস কাপে নাশভিলেকে ৩-১ গোলে হারায় ইন্টার মায়ামি। দলের দাপুটে জয়ে একটি করে গোল এবং অ্যাসিস্ট করেন অধিনায়ক লিওনেল মেসি। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ে মাঠ ছাড়েন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক। এরপর মায়ামির তিন ম্যাচে অনুপস্থিত মেসি। আন্তর্জাতিক বিরতিতে খেলতে পারেননি আর্জেন্টিনার দুই ম্যাচ। এমএলএসে নিউইয়র্ক সিটির মুখোমুখি হওয়ার আগে ইন্টার মায়ামির সহকারী কোচ জাভিয়ের মোরালেস বলেন, ‘লিও ফিজিওদের সঙ্গে কাজ করছেন। সে আগামীকালের ম্যাচেও খেলতে পারবেন না।’ আগামীকাল ভোর সাড়ে পাঁচটায় মুখোমুখি হবে ইন্টার মায়ামি ও নিউইয়র্ক সিটি।

আগামী ৪ঠা এপ্রিল ভোরে কনকাকাফ চ্যাম্পিয়নস কাপের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে সিএফ মন্টেরিকে আতিথ্য দেবে ইন্টার মায়ামি।

সেই ম্যাচে মেসিকে পাওয়ার আশাতেই তার বিশ্রাম বাড়িয়ে দিয়েছে মায়ামি। কোচ মোরালেস বলেন, ‘নিউইয়র্ক সিটি ম্যাচে মেসি খেলবে না কারণ সে বুধবার মন্টেরির বিপক্ষে ফেরার চেষ্টায় রয়েছে।’
পিএসজি ছেড়ে গত জুনে ইন্টার মায়ামিতে যোগ দেন লিওনেল মেসি। আর্জেন্টাইন সুপারস্টারের আগমনে পাল্টে গেছে মায়ামির পারফরম্যান্স। মেসির নেতৃত্বে ২০২৩ সালে নিজেদের ইতিহাসের প্রথম শিরোপা লীগস কাপ জেতা হেরন’রা আর্জেন্টিনা অধিনায়কের খেলা ১৯টি ম্যাচের ১৫টিই জিতেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *