সর্বশেষ
Home » বিশ্ব » ভারতে কেমিক্যাল কারখানায় বিস্ফোরণ, নিহত ৪

ভারতে কেমিক্যাল কারখানায় বিস্ফোরণ, নিহত ৪

ভারতের থানে’তে একটি রাসায়নিক কারখানায় বড় ধরনের বিস্ফোরণ হয়েছে। এতে কমপক্ষে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বহু মানুষ। আশঙ্কা করা হচ্ছে, এর ভিতর আটকা পড়ে আছেন কিছু মানুষ। এই বিস্ফোরণের ভয়াবহতা এতটাই তীব্র ছিল যে, এর কাছাকাছি যেসব বাড়িঘর ছিল, তার জানালা উড়ে গেছে। এ খবর দিয়ে অনলাইন এনডিটিভি বলছে, আজ বৃহস্পতিবার মুম্বইয়ের কাছে থানের ডোম্বিওয়ালি এলাকায় এ ঘটনা ঘটেছে। আমুদান কেমিক্যাল কোম্পানির (এমআইডিসি ফেজ-২) একটি রাসায়নিক কারখানা। এর ভিতরে একটি বয়লার বিস্ফোরণ হলে তাতে আগুন ধরে যায়। এই আগুন আরও দুটি ভবনে ছড়িয়ে পড়ে। গাড়ির একটি শোরুমেও আগুন লেগে যায়।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, ওই কারখানায় তিনটি বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন। মহারাষ্ট্রের ডেপুটি মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস বলেছেন, সেখান থেকে উদ্ধার করা হয়েছে কমপক্ষে আটজনকে। তিনি আরও বলেন, ওই কারখানার বয়লার বিস্ফোরণ একটি ট্রাজিক ঘটনা। সেখান থেকে আটজনকে উদ্ধার করা হয়েছে। তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। আরও এম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে। এ নিয়ে কালেক্টরের সঙ্গে তিনি আলোচনা করেছেন। আহতদের দ্রুত সুস্থতা প্রার্থনা করেছেন তিনি। আগুন নিভাতে প্রায় ১৫টি ইঞ্জিন মোতায়েন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *