গাজার দক্ষিণের শহর রাফায় ইসরাইলকে হামলা বন্ধের নির্দেশ দিয়েছেন জাতিসংঘের সর্বোচ্চ আদালত ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস (আইসিজে)। শুক্রবার সন্ধ্যায় শুরু হওয়া অধিবেশনে এ নির্দেশ দেন আইসিজে’র প্রধান কৌঁসুলি নাওফা সালাম। তিনি
বলেছেন, রাফায় ইসরাইলি সামরিক হামলা সেখানের বেসামরিক মানুষের জন্য ধ্বংস ডেকে আনবে। অবশ্যই রাফায় ইসরাইলকে হামলা বন্ধ করতে হবে বলে জোর দিয়েছেন আইসিজের প্রধান কৌসুঁলি।
আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় গণহত্যার অভিযোগে দক্ষিণ আফ্রিকার করা অভিযোগের ভিত্তিতে ইরাইলকে রাফায় হামলা বন্ধের নির্দেশ দেন আইসিজে। আদালতের রায়ে রাফার পরিস্থিতি ধ্বংসাত্মক বলে উল্লেখ করা হয়। নাওয়াফ সালাম বলেছেন, সেখানের (রাফায়) মানবিক অবস্থা ধ্বংসাত্মক পর্যায়ে পৌঁছেছে। এর আগে দক্ষিণ আফ্রিকার আবেদনে বলেছে, রাফা শহরসহ গাজা উপত্যকায় ইসরাইলিদের সামরিক অভিযান বন্ধে জরুরি পদক্ষেপ নিতে হবে। এই আবেদনের বিষয়ে শুক্রবার রায় দিয়েছে আইসিজে। এই রায়ে গাজায় বেসামরিকদের ওপর ইসরাইলি হামলা অমূলক বলে উল্লেখ করেছেন আদালত।