সর্বশেষ
Home » সর্বশেষ » ‘এবার আসছে সারাদেশে দিনভর সর্বাত্মক ব্লকেড’

‘এবার আসছে সারাদেশে দিনভর সর্বাত্মক ব্লকেড’

কোটা সংস্কার আন্দোলন নিয়ে সমকালের প্রধান শিরোনাম, ‘এবার আসছে সারাদেশে দিনভর সর্বাত্মক ব্লকেড’।

প্রতিবেদনে বলা হচ্ছে, সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনে এক দফা দাবিতে এতদিন আধা বেলা ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ব্লকেড কর্মসূচি পালন করলেও বুধবার থেকে সারাদেশে পুরো বেলা সর্বাত্মক ব্লকেড কর্মসূচি পালনের হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা।

এর অংশ হিসেবে মঙ্গলবার অনলাইনে ও অফলাইনে গণসংযোগ করার কথা জানিয়েছেন শিক্ষার্থীরা। পাশাপাশি ছাত্র ধর্মঘট ক্লাস বর্জন কর্মসূচি চলবে।

সরকারি চাকরিতে কোটা সংস্কার নিয়ে শিক্ষার্থীদের আন্দোলন ও সৃষ্ট সমস্যা দ্রুত সমাধান হবে বলে আশা করছে সরকার।

আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে এ বিষয়ে সমাধান আসতে পারে বলে আশা করা হচ্ছে। এই আন্দোলনে বিএনপি’র সমর্থন নিয়ে প্রশ্ন তুলে তাদের রাজনৈতিকভাবে মোকাবেলার সিদ্ধান্ত হয়েছে।

একই সঙ্গে কোটা সংস্কার আন্দোলন মোকাবিলায় কিছু কৌশল নির্ধারণ করেছেন সরকার।

শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন ও সর্বজনীন পেনশন কর্মসূচি ‘প্রত্যয়’ বাতিলে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আন্দোলনের মধ্যেই বৈঠকে বসেছিলেন সরকারের মন্ত্রী-প্রতিমন্ত্রীরা।

সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা একটি যৌক্তিক পর্যায়ে রাখার ব্যাপারে ইতিবাচক মনোভাব দেখিয়েছেন মন্ত্রীয় নেতারা।

বৈঠক শেষে তারা সংবাদ কর্মীদের সঙ্গে কথা বলেননি তবে একাধিক সূত্রে জানা যায় বৈঠকে কোটা সংস্কার ও শিক্ষক আন্দোলনের নানা দিক এবং করণীয় নিয়ে আলোচনা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *