বিশ্বজুড়ে বর্তমানে জীবিত নারীদের মধ্যে ৩৭ কোটি মেয়ে শিশু ও নারীদের ১৮ বছর বয়স হবার আগেই ধর্ষণ বা কোনো না কোনোভাবে যৌন হয়রানির শিকার হয়েছেন। সম্প্রতি জাতিসংঘের একটি জরিপে এই ভয়াবহ তথ্য উঠে এসেছে। এ খবর দিয়েছে ডয়চে ভলে।
এতে বলা হয়, জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের নতুন একটি প্রতিবেদনে বলা হয়েছে-প্রতি ৮ জনে ১ জন জীবিত মেয়ে শিশু ও নারীদের ১৮ বছর বয়সের আগেই ধর্ষণ বা যৌন নির্যাতনের শিকার হয়েছেন, বিশ্বব্যাপী যার সংখ্যা প্রায় ৩৭ কোটি।
ইউনিসেফ বলছে, যৌন সহিংসতার বিষয়টি ভৌগলিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক সীমানা পেরিয়ে গেছে। যদি মৌখিক ও অনলাইন নিপীড়নের বিষয়টি বিবেচনায় নেয়া হয়, তাহলে ভিকটিমের সংখ্যাটি বর্তমানে ৬৫ কোটি, বা প্রতি পাঁচজনে একজন।
গোটা বিশ্বেই একই পরিস্থিতি বলে প্রতিবেদনে উল্লেখ করেছে জাতিসংঘ। এর মধ্যে সাব-সাহারান আফ্রিকায় সবচেয়ে বেশি মেয়ে শিশু আক্রান্ত হয়েছে। সংখ্যাটি ৭ দশমিক ৯ কোটি। এছাড়া পূর্ব ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় ৭ দশমিক ৫ কোটি এবং ইউরোপ ও উত্তর আমেরিকায় ৬ দশমিক ৮ কোটি।
গবেষণায় বলা হয়েছে, যেসব এলাকায় নিরাপত্তা ব্যবস্থা ভঙ্গুর, সেখানে যৌন সহিংসতা বিশেষভাবে বেশি। এমনকি ছেলেশিশুরাও বাদ পড়েনি। এগারো জনের মধ্যে একজন ছেলে শিশু ও পুরুষ তাদের শৈশবকালে ধর্ষণ বা যৌন নির্যাতনের শিকার হয়েছেন। এ সংখ্যা বিশ্বব্যাপী ২৪ কোটি থেকে ৩১ কোটির মধ্যে। আর অনলাইন ও মৌখিক যৌন সহিংসতাকে বিবেচনায় নেয়া হলে ভুক্তভোগী ছেলে শিশুর সংখ্যা বেড়ে দাঁড়ায় ৪১ কোটি থেকে ৫৩ কোটির মধ্যে। প্রতিবেদনটির জন্য ইউনিসেফ ২০১০ থেকে ২০২২ সালের মধ্যে ১২০ টি দেশের তথ্য সংগ্রহ করেছে।