স্প্যানিশ লা লিগায় ঘরের মাঠে শুরুতেই এগিয়ে গেল ভিয়ারিয়াল। স্বাগতিকদের একের পর এক আক্রমণে চাপে পড়ে গেল রিয়াল মাদ্রিদ। তবে শেষ পর্যন্ত সব সামলে নিয়ে জোড়া গোল করেন কিলিয়ান এমবাপ্পে। শনিবার শেষ পর্যন্ত ২-১ গোলেই জয় তুলে নেয় অল হোয়াইটরা। বার্সেলোনাকে টপকে এখন তালিকার সবারে উপরে কার্লো আনচেলোত্তির শিষ্যরা।
এল মাদ্রিগালে এদিন আক্রমণভাগে আধিপত্য বিস্তার করে ভিয়ারিয়াল। ২৩টি শটের মধ্যে ১০টিই লক্ষ্যে রাখে স্বাগতিকরা। অন্যদিকে রিয়ালের ৯টির মধ্যে লক্ষ্যে থাকে ৫টি শট। ম্যাচের সপ্তম মিনিটে হুয়ান ফয়থের গোলে এগিয়ে যায় ভিয়ারিয়াল। অ্যালেক্স বায়েনার কর্নার থেকে পাঠানো বল ফয়থের হাটুতে লেগে সফরকারী দলের মিডফিল্ডার অরলিয়ে চুয়েমেনির পিঠে লাগে। ফিরতি বল পেয়ে গোলের একদম কাছ থেকেই সহজে বল জালে জড়ান আর্জেন্টাইন ডিফেন্ডার ফয়থ। ম্যাচের ১৭ মিনিটে সমতাসূচক গোলটি করেন ফরাসি ফরোয়ার্ড এমবাপ্পে। ডি বক্সের ভেতর থেকে ব্রাহিম দিয়াজের শট ফিরে আসে গোলকিপার দিয়েগো কোন্দের হাতে লেগে। ফিরতি বলে গোল করেন ফরাসি ফরোয়ার্ড।
ছয় মিনিট পর জয়সূচক গোলটিও করেন বিশ্বকাপজয়ী এই ফুটবলার। বক্সের ভেতর থেকে লুকাস ভাসকেজের পাস পেয়ে যান অরক্ষিত এমবাপ্পে। এরপর দারুণ এক শটে করেন লক্ষ্যভেদ। মেরেঙ্গুয়েজদের হয়ে নিজের অভিষেক মৌসুমে লা লিগায় এই নিয়ে ২৬ ম্যাচে ২০ গোল করলেন ২৬ বছর বয়সী এই ফুটবলার। এক গোল বেশি নিয়ে তালিকায় সবার ওপর বার্সার রবার্ট লেভানদোভস্কি। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে এমবাপ্পের গোল হলো ৩১টি। বিরতির পর দ্বিতীয়ার্ধেও আক্রমন-পাল্টা আক্রমণ চালায় দু’দল। তবে আর জাল খুঁজে পায়নি কেউই। ২৮ ম্যাচে ১৮ জয়, ৬ ড্র ও ৪ হারে ৬০ পয়েন্টে সবার উপরে উঠে আসে রিয়াল। দুই ম্যাচ কম খেলা কাতালানরা ৫৭ পয়েন্ট নিয়ে দুইয়ে।